মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

সম্পাদকীয় ২ - মধুরিমা দত্ত

সম্পাদকীয় ২





গত সংখ্যায় কথা হচ্ছিল সার্কাস সাম্রাজ্যে দাপাদাপি নিয়ে। আসুন, রেশ না হারিয়ে বরং এই মাঝ নভেম্বরে সার্কাস ভ্রমণ সেরে আসি। সার্কাস বলতে মনে পড়ল ট্রাপিজ, সার্কাস বলতে মনে পড়ল বাঘ। আমাদের ভারসাম্যহীন শহরে ট্রাপিজ দেখতে আমরা শিখেছি সেই স্কুলবেলা থেকে। শিখেছি কীভাবে অনেক উপর থেকে নীচে দেখতে হয়, কীভাবে কারো ফেলে আসা জায়গায় পৌঁছে যেতে হয় দ্রুত। রঙ বদল দেখতে গিয়ে দেখেছি খাঁচার পাস দিয়ে গড়িয়ে গেছে টিফিনবক্স, বয়ে গেছে রেইনি ডে শেষ পিরিয়ড পর্যন্ত। আমাদের ট্রাপিজের ক্লাস তবু শেষ হয়নি। ক্লাসের পর নিয়ম করে দেখাতে হত অনবদ্য সব জাগলারি। শব্দের সাথে বেঁচে থাকার, কফিনের সাথে পায়রার, পালকের সাথে গিলোটিনের। বাড়ি ফিরে দেখতাম, কীভাবে মাংসের খণ্ড মুখে নিয়ে এগিয়ে আসছে সময়। ভয়ে হাত পা সেঁধিয়ে যেত। কাঁপতে কাঁপতে বুঝতে পারতাম নাকের উপর লাল রঙের মস্করা বসে আছে। চোখের নীচে কুণ্ডলী পাকিয়ে হাঁপাচ্ছে গত জন্মের ইয়ার্কি। মাথার থেকে খসে পড়ছে জাগলারির ক্রাউন। এইভাবে প্রতিরাতে আমাদের জোকার জন্ম ঘটে। রোজ সকালে দেখতাম লক্ষ লক্ষ ক্লাউন পেরিয়ে যাচ্ছে জেব্রা ক্রসিং।


এই সার্কাস সাম্রাজ্যে বলাবাহুল্য কিছু দর্শকও আছে। যারা জাগলারির ক্লাসে লুকিয়ে লিখতাম কবিতা, যারা খাঁচার পাশ দিয়ে পেরোতে পেরোতে কুড়িয়ে নিতাম ছোটবেলা, আর নদীর পাশে গিয়ে, জঙ্গলের কাছে গিয়ে চাইতাম ‘ভালো হোক’। আমরা এই দর্শক জন্ম নিয়ে লিখে যেতে চাইছি সময়, লিখে যেতে চাই আয়না। নভেম্বরের শেষ ব্লগেও তাই টুকে রাখছি পাগলামি। এগিয়ে যাচ্ছি ভোরবেলার দিকে।


ক্ষেপচুরিয়াসের পক্ষে
মধুরিমা দত্ত