দুটি কবিতা
গার্গী মুখার্জী
আজ সারাদিন
আজ সারাদিন বাগানে ফুটেছে ফুল
আকাশে মেঘের লুকোচুরি
বসন্ত রঙে ভরে গেছে পৃথিবী
আজ শুধু ভালোবাসার দিন
ভালোবাসার কথা শুনলেই
ছুটে আসে সূর্যের ঝাঁক
মাটি আকাশ জল চত্বরে
ফুটে ওঠে ভালোবাসা
সুন্দরতা
তোমাকে দেখলে
সুন্দর হয়ে ওঠে পৃথিবী
বসন্ত রঙ আকাশ জুড়ে
হিমেল বাতাসে কোকিলের সুর
হৃদয়ের কথা মাথা ছাড়া দেয়
প্রতি কোষের অনুভূতি
সুন্দর করে তোলে পৃথিবী
সুন্দরের ছটায় অস্তিত্ব
সব রূপ খুলে দেয়
গার্গী মুখার্জী
আজ সারাদিন
আজ সারাদিন বাগানে ফুটেছে ফুল
আকাশে মেঘের লুকোচুরি
বসন্ত রঙে ভরে গেছে পৃথিবী
আজ শুধু ভালোবাসার দিন
ভালোবাসার কথা শুনলেই
ছুটে আসে সূর্যের ঝাঁক
মাটি আকাশ জল চত্বরে
ফুটে ওঠে ভালোবাসা
সুন্দরতা
তোমাকে দেখলে
সুন্দর হয়ে ওঠে পৃথিবী
বসন্ত রঙ আকাশ জুড়ে
হিমেল বাতাসে কোকিলের সুর
হৃদয়ের কথা মাথা ছাড়া দেয়
প্রতি কোষের অনুভূতি
সুন্দর করে তোলে পৃথিবী
সুন্দরের ছটায় অস্তিত্ব
সব রূপ খুলে দেয়
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন