মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - সুদীপ দত্ত

নৈঋতকোণসুদীপ দত্ত



মৃত্যু মানে পলক ও নিস্পলকে সেতুবন্ধন।

মৃত্যু মানে কয়েক গ্যালন তরলের ফাঁকা আধারে মুখ ঢোকালে যে শূন্যতা।

মৃত্যু মানে অচিরেই জীবনকে ছেনে ফেলার সাহস,

মৃত্যু মানে নিজেকে শূন্য ভাবার কপর্দকশূন্যতা।

মৃত্যু মানে জ্ঞানত যা হচ্ছে- যা চাইছি না।

মৃত্যু মানে মানুষের মধ্যেকার আদিম ইচ্ছে-যা বলার ছিল

যা আদৌ বলছি না।