আরশি
দেবাশিস কোনার
না আছে প্রতিপক্ষ না আছে সংলাপ
তবু কেন চবুতরায় আটকে থাকে খামখেয়ালীপনা
দূর্গেশনন্দনী স্তোত্র পাঠ করছে আর যাবতীয় ভক্ত
সেই সুরে সুর মিলিয়ে পথ চলছে কাদায় মাখামাখি
সেখানে কেউ কোন কথা বলতে পারে না ।
আমাদের গানগুলি সব বাসি আনাজের ঝুড়ি
বদের ধারি বুদ্ধিজীবীদের কাজ নেই তাই নাচে
জীবন বাজী রেখে লড়াই করবার পেটেন্ট যার একার
পাঞ্জা তার সাথে ? ভাবতেই অবাক লাগে
ওদের কি ঘুম হয় রাতে ? দিল তুঝ-কো দিয়া শনম ।
মেঘ বলছে যাব যাব বৃষ্টি বলছে না তবে একটা কথা
খুব তো মন্দ লাগছে না এমন আবহাওয়া । কুকুরের দল
মনের সুখে যত্রতত্র ধর্ষণ করছে আর যারা অপেক্ষাকৃত
অপটু তারা চিৎকার করছে গেল গেল বলে
আরে ভাই সারভাইভাল অফ দ্য ফি-টেস্ট ।
বেশি কথা বলা চলবে না ,এখন মাতব্বর যারা
তাদের কথা শুনে চলুন ,দেখবেন আখেরে লাভ
টো টো করে ঘুরছে তারা বিপদে আপনার পাশে
বে-গরবাই করলে ফেরে পরে যাবেন । কি প্রয়োজন ?
পা ফসকে খানাখন্দে যাতে না পরেন তাই নজরদারি
এ তো আহামরি কিছু নয় ভূত তাড়াবার ওষুধ
বেইমানগুলোকে বিশ্বাস নেই । জানেন ওরা
নয়কে ছয় আর ছয়কে নয় করতে ওস্তাদ
শ্যালা ,এত ভয় দেখান হয় তবু ভয় পায় না
দু একটা ডেড-বডি ডিমান্ড করছে সময়
দেবাশিস কোনার
না আছে প্রতিপক্ষ না আছে সংলাপ
তবু কেন চবুতরায় আটকে থাকে খামখেয়ালীপনা
দূর্গেশনন্দনী স্তোত্র পাঠ করছে আর যাবতীয় ভক্ত
সেই সুরে সুর মিলিয়ে পথ চলছে কাদায় মাখামাখি
সেখানে কেউ কোন কথা বলতে পারে না ।
আমাদের গানগুলি সব বাসি আনাজের ঝুড়ি
বদের ধারি বুদ্ধিজীবীদের কাজ নেই তাই নাচে
জীবন বাজী রেখে লড়াই করবার পেটেন্ট যার একার
পাঞ্জা তার সাথে ? ভাবতেই অবাক লাগে
ওদের কি ঘুম হয় রাতে ? দিল তুঝ-কো দিয়া শনম ।
মেঘ বলছে যাব যাব বৃষ্টি বলছে না তবে একটা কথা
খুব তো মন্দ লাগছে না এমন আবহাওয়া । কুকুরের দল
মনের সুখে যত্রতত্র ধর্ষণ করছে আর যারা অপেক্ষাকৃত
অপটু তারা চিৎকার করছে গেল গেল বলে
আরে ভাই সারভাইভাল অফ দ্য ফি-টেস্ট ।
বেশি কথা বলা চলবে না ,এখন মাতব্বর যারা
তাদের কথা শুনে চলুন ,দেখবেন আখেরে লাভ
টো টো করে ঘুরছে তারা বিপদে আপনার পাশে
বে-গরবাই করলে ফেরে পরে যাবেন । কি প্রয়োজন ?
পা ফসকে খানাখন্দে যাতে না পরেন তাই নজরদারি
এ তো আহামরি কিছু নয় ভূত তাড়াবার ওষুধ
বেইমানগুলোকে বিশ্বাস নেই । জানেন ওরা
নয়কে ছয় আর ছয়কে নয় করতে ওস্তাদ
শ্যালা ,এত ভয় দেখান হয় তবু ভয় পায় না
দু একটা ডেড-বডি ডিমান্ড করছে সময়
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন