মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - নীলাব্জ চক্রবর্তী

তটরেখা
নীলাব্জ চক্রবর্তী


২৯/০৬/২০১৩

মোমের গভীর দিয়ে নেমে যাওয়া এই নরম আয়নাটার কথা ভাবি। ঐ গলে যাওয়া হাওয়াকলের সড়কযোজনার কথা। ফেলে আসা ফুটনোটে জুতোদাগের নতুন নীল পা। কাঁচের শরীরে স্থির হয়ে ফোটা জুলাইচেতনার ফোঁটা। আবার ফ্ল্যাশব্যাক। বালি সরে যাওয়ার দৃশ্যে ঝিনুকরেখাদের জন্য যথেষ্ট মনে হচ্ছে কোনও কোনও সমাপতন ...



৩০/০৬/২০১৩

আর খোসা খোসা দুপুর। কোয়া উড়ছে। লিনিয়ার একটা স্বপ্নদৃশ্যের জন্য বারবার রিটেক। আলো। সিঁড়িঘরে জড়িয়ে যাওয়া ব্যক্তিগত মনোটোনি। নুনছাপের অর্ধেক নিয়ে ফিরে এলোনা আপনার পোষা রোদ। ফ্রেম করছে আরও একটা সিম্ফনী। একটা গাঢ় হচ্ছে দূরের হাইওয়ে। যেন বাড়িটার মধ্যে ঢুকে যাওয়া অনেকটা আকাশ। ফেডেড আস্তানা। গুঁড়ো হচ্ছে এই ঝুঁকে আসা তামাম মন্তাজ। দেখি দীর্ঘ হয়ে আসে সরাইখানার আলোরূপ ধাতুরূপের লিনিয়ারিটি। ব্যাকস্পেস। একটা ছায়া পেরিয়ে যাওয়ার শব্দের ভেতর দিয়ে ...



০১/০৭/২০১৩

সিল্ট। উপনিবেশ। চাকার নরমে আসলে গেঁথে যাচ্ছে সেইসব স্তনরেখায় কুড়িয়ে নেওয়া ডাকনামদের ব্যস্ততা। শাটারে লেগে রইলো ফিরিয়ে আনা কিছু জলবায়ুর উচ্চতা আর অজস্র বোতামের ভেতর বাড়ি ফেরার একটা ব্লাইন্ড লেন ডুবে যাওয়া। আমাদের এ’ঘর ও’ঘর। দুপাশের সমস্ত পালকই স্কার্টফেরত বারান্দা ফেলে গ্যাছে ...