বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – নির্বান সেন

রীতদীপের শরীর
নির্বান সেন



কাল আমি জেগে উঠব রীতদীপের শরীরে কিমবা শ্রীতমার গর্ভে।কৃত্রিম মেঘপুঞ্জের অভন্তরে হাইরাইজ ব্যালকনি আমি আর রীতদীপ সম্মুক্ষীন নিভৃত সংলাপে।

শরীরের গভীরতম কালো দাগ মহত্তম কবিতার ছন্দজালে গড়লে হয়তো আয়ুক্ষয় রুখতে পারবো।

অরন্যর শরীরকে শব্দজালে জড়িয়ে নিতে পারি আরো।আমার সাথে রীতদীপের অথবা শ্রীতমার সাথে অগ্নির শরীরকে।

জাদুকরের কালো দস্তানা থেকে হাতসাফাই ম্যাজিক র্কাড,আমরা বদলে চলেছি শরীর লক্ষ্যশূন্য পথে