বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – রঙ্গীত মিত্র

এভাবে -১
রঙ্গীত মিত্র



তোমার উন্মুক্ত পায়ে,যৌনতা এসে স্পর্শ করছে।

এ যেন পুরাতনের নতুন হয়ে যাবার মতো।

তাকে তুমি নিয়ে এসো,প্লিজ...

তবে কে যেন নগ্নতাকে ক্রাইম বলে?

কে যেন নেশা করে ফিরতে পারে না তার পুরুষের কাছে?

কে যেন বলে ওঠে এ রং সমাজ মানবে না।

গরাদের বাইরে থেকে এইসব শুনে শুনে

শীতকাল দীর্ঘতম হয়।

বোতলের প্যাঁচ খুলে তুমিও জানিয়ে দাও

পকেটে টাকা আর উপার্জনের ক্ষমতা

এই দুটো থাকলেই,তাকে স্বাধীনতা দেওয়া হয়।