বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – গৌরব চক্রবর্তী

ধাঁধা
গৌরব চক্রবর্তী



গুজবের মতো এক পাখি
কিছু মেঘ তার ডানার সঞ্চয়
নদীর শীতল ঘ্রাণ, উজানের আলো ---
এতসব...
ডানায় ঢেলে রাখা অববাহিকা
আন্দাজমতো কান্না --- উল্টে রাখা... জন্মের দাগ

স্রেফ একটা বকুলবেলা আর যথেষ্ট চোখ-পিটপিট
কত বন্দর তার নাভির ভেতরে পাক খেয়ে মরছে
মরেই যাচ্ছে...
মরতে মরতে জেগে উঠছে সরষেফুল