বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা - রাজর্ষি চট্টোপাধ্যায়

সুনন্দন
রাজর্ষি চট্টোপাধ্যায়



এসো, দূর থেকে হাত মেলাই

ততটাই দূর থেকে

যাতে বোঝা না যায় ও দুটো সামনের পা

ততক্ষণে চাবুকটাকে দাঁড় করাই

ঝাপটে পড়ার মত ছুটে আসবে

কফির আতিথ্য ও কড়া তামাক

এইফাঁকে গলবন্ধটা পরিয়ে দিই

তারপর ঝোলার মধ্যে পুরে ফেলি

পাশ ফিরিয়ে শোওয়াই

আর শিস দিতে দিতে

পরেরটার জন্য অপেক্ষা করি