বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – আষিক

অবগাহন
আষিক



"The cleaner you are, the dirtier you get"

শাওয়ার জেলের কৌটোয় লেখা পাঞ্চলাইনের কথা

ভাবতে ভাবতে বুকে ঢালো

গাঢ় নীল সাবান

ঝর্ণার গর্জনে নেমে আসে বাথটবে উষ্ণতর জল

চোখ বুজে স্নান অভ্যেস হয়নি এখনও

তাই শরীরে ঘড়ির বসবাস

ক্রমশঃ তোমায় স্পর্শ করে

শরীরের আলোর এই তেতো, আরও তেতো হয়ে আসা

টের পাও

টের পাও কর্পূরের দেহে সাবান ও জলের আনাগোনা

সন্দেহের কথা মনে পড়ে