১.
ভাগ্যিস আমার
কয়েকটা
মোমবাতি
ছিল
–
লোডশেডিং ছাড়াও
এমনিই
বিভিন্ন
কাজে
দরকার
হয়।
বিশেষত আমরা
যখন
আলোর
সাথে
গল্প
করি।
২.
মাঝে মাঝেই
বিছানার
চাদর
কাচতে
ভয়
লাগে;
যেন
গতরাতের
কবিতা
গুলোও
ওর
সাথে
ধুয়ে
মুছে
যেতে
পারে।
৩.
আমি প্রথম
স্তবকের
দ্বিতীয়
লাইন
লেখার
মাঝের
সময়টুকুতে
একটি
টিকটিকি
ওপাশের
দেওয়ালে
দেখেছিলাম।
এতক্ষণে সেটা
নিশ্চয়ই
কবিতা
হয়ে
গেছে।
৪.
কবিতা প্রসঙ্গে
বলা
ভাল
–
আমি ইদানীং
আষিকের
কবিতা
পড়ছি।
যারা ওর
কবিতা
পড়েননি
এটা
তাদের
উদ্দেশ্যে
একটা
বিজ্ঞাপন
হতে
পারে।
কিন্তু এটা
কবিতা,
এ
ব্যাপারেও
অনেকে
সহমত
হবেন।
৫.
এর বেশি
কথা
বললে...
দূরের ট্রেন
যাওয়ার
ঝমঝমটা
অস্পষ্ট
হয়ে
যাবে।
প্রতিদিন ঘুমের
আগে
যেটা
আমায়
একবার
শুনতেই
হয়।
1 comments:
দারুন একটা কবিতা পড়লাম।
একটি মন্তব্য পোস্ট করুন