প্রথাগত
পৃথা রায় চৌধুরী
মন্দিরে মৃতদেহ ঢুকবে না,
সামনে দিয়ে পেরিয়ে গেছে
ফুল, মালা, ধূপের ধোঁয়া।
ঠাকুরের ব্যক্তিগত বারান্দায়
নিঃসাড়ে ভেজা পায়ের পাতা
শেষ ফেলা নিঃশ্বাস পঞ্চপ্রদীপে
ধুয়ো তুলেছে, দুঃখ পেয়ো না।
বোঝা গেছে, বিগ্রহের হাসিতে
বৃষ্টি ভিজলে চোখে আসা খুন
পর্দা সরিয়ে সাহসী ছুঁয়ে দেয়।
সন্ধ্যাপ্লাবন প্রতি ঘাসে, কাঁকরে
লেডিস ছাতা হাই হিলের আদরে,
জানো, জানো মানুষ, তুমি জানো
আলাদা, একা... একা একেবারে।
পৃথা রায় চৌধুরী
মন্দিরে মৃতদেহ ঢুকবে না,
সামনে দিয়ে পেরিয়ে গেছে
ফুল, মালা, ধূপের ধোঁয়া।
ঠাকুরের ব্যক্তিগত বারান্দায়
নিঃসাড়ে ভেজা পায়ের পাতা
শেষ ফেলা নিঃশ্বাস পঞ্চপ্রদীপে
ধুয়ো তুলেছে, দুঃখ পেয়ো না।
বোঝা গেছে, বিগ্রহের হাসিতে
বৃষ্টি ভিজলে চোখে আসা খুন
পর্দা সরিয়ে সাহসী ছুঁয়ে দেয়।
সন্ধ্যাপ্লাবন প্রতি ঘাসে, কাঁকরে
লেডিস ছাতা হাই হিলের আদরে,
জানো, জানো মানুষ, তুমি জানো
আলাদা, একা... একা একেবারে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন