বেণী-বন্ধন
কিঙ্কিণী বন্দ্যোপাধ্যায়
যদিও বকুল বিছানো ছিল না
শুধু দুএকটা ঘাসফুলের ইতিউতি চাহনিতেই
বর্ষা নেমে এল এ বন্দরে।
যেন সহস্রাব্দ অপেক্ষায় থেকে কোনো শবর রমণী
জেগে উঠেছে প্রিয়ের বাঁশি শুনে,
আর গুঁড়ো গুঁড়ো আয়নার কাচে চোখ পড়তেই
অমঙ্গলের শিহরণ।
আজও যদি না আসে, তবে
এ বেণীসাজ কে খুলবে?
কিঙ্কিণী বন্দ্যোপাধ্যায়
যদিও বকুল বিছানো ছিল না
শুধু দুএকটা ঘাসফুলের ইতিউতি চাহনিতেই
বর্ষা নেমে এল এ বন্দরে।
যেন সহস্রাব্দ অপেক্ষায় থেকে কোনো শবর রমণী
জেগে উঠেছে প্রিয়ের বাঁশি শুনে,
আর গুঁড়ো গুঁড়ো আয়নার কাচে চোখ পড়তেই
অমঙ্গলের শিহরণ।
আজও যদি না আসে, তবে
এ বেণীসাজ কে খুলবে?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন