বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা – কিঙ্কিণী বন্দ্যোপাধ্যায়

বেণী-বন্ধন
কিঙ্কিণী বন্দ্যোপাধ্যায়



যদিও বকুল বিছানো ছিল না

শুধু দুএকটা ঘাসফুলের ইতিউতি চাহনিতেই

বর্ষা নেমে এল এ বন্দরে।

যেন সহস্রাব্দ অপেক্ষায় থেকে কোনো শবর রমণী

জেগে উঠেছে প্রিয়ের বাঁশি শুনে,

আর গুঁড়ো গুঁড়ো আয়নার কাচে চোখ পড়তেই

অমঙ্গলের শিহরণ।

আজও যদি না আসে, তবে

এ বেণীসাজ কে খুলবে?