শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

পলাশ গঙ্গোপাধ্যায়


গ্লোবালাইজেশন

১।
তুমি কোন গভীর থেকে গভীরে নির্জন
একলা ভিজছো একলা পুড়ছো আলো অন্ধকারে
গাছ, পাখি, ফুল, লতা, পতঙ্গ আর আনন্দস্রোত
তোমার সেলুলয়েডে ভৌগোলিক দৃশ্যমান

২।
তুমি কি আকাশ ও মাটির যোগাযোগের কথা ভাবছো
তুমি কি ভাবছো ম্যাজিকব্যুরো
তুমি কি হাওয়া ও গন্ধের মধ্যে
সারমেয়র সফলতা খুঁজে পাও ?

৩।
অহংকার রাগ ঘৃণা উন্মত্ত ষড়যন্ত্র বিলাশ আর লাভাস্রোত
      সুনামি আর সাইক্লোন
      ভুমিকম্প এবং ভাঙ্গন
সূর্য ও চাঁদ হাঁসতে হাঁসতে তুমি উড়িয়ে দিতে পারো চাইলেই

না কথা রাখা হল না এবারও
জন্মান্তর, রাশিফল, রত্ন এসব ভুয়ো কথা তুমি জানো
মস্তিষ্ক জানিয়ে দেয় সঠিক তাপমাত্রা
ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক আর বিবেচনা 

2 comments:

Banibrata বলেছেন...

ওহ্‌! পলাশ দা! পলাশ দা! পলাশ দা!

কী ভালো লেখা। এক নিঃশ্বাসে পড়ে ফেলতে হল।

"অহংকার রাগ ঘৃণা উন্মত্ত ষড়যন্ত্র বিলাশ আর লাভাস্রোত
সুনামি আর সাইক্লোন
ভুমিকম্প এবং ভাঙ্গন
সূর্য ও চাঁদ হাঁসতে হাঁসতে তুমি উড়িয়ে দিতে পারো চাইলেই"


bidisha sarkar বলেছেন...

Palash khub bhalo likhechhis..........