শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

ঋষিসৌরক


আল্গানুড়িপথ

হাতের চেটোয় মাখি জীবনের দিগন্ত
সংযোগহীন অ্যাণ্টেনা বসন্ত ঘুড়ি
রকমারি পালকমোড়া বারোখ ফ্রেম
স্বচ্ছ শরীরে অতীত লোমজ্বর দিবানা
#
পানীয় শ্রোতারোদ খসে শ্যামলা শীত
মেঠো কৈশোর নজরানা জন্মজাবর
কারু কারু খালি গায়ে বিঁধেছে রক্ত-ঠোট 
পরবাসী সোঁদাক্ষত আল্গা-নুড়ি(পথ)
#
মোমবাতি মুখপুড়িনীলচে উড়ান
ব্যথাদের তাস্বর জেগে ওঠে গহীন বেহাগ
ধুলাখাত শুখাঘূর্ণি চিরন্তন উগ্র নিশিডাক
ভুডুডলে বদলার ভেলা বায় ধর্মীয় এক্সকারশন্‌
#
আমরা হেঁটেছি রাত-বন্য আতর
উদাস মেলোডি ছুঁয়ে পাপের মোরাম
পতনের বায়স্রোত অশুদ্ধ কার্বোনিল
নারাজগি গাঁথুক বুকে আততায়ী কবিতা সিরিজ
 

2 comments:

মলয় রায়চৌধুরী বলেছেন...

এই তো, এসে পড়েছিস ।
তাহলে চিন্তা করছিলি কেন আননেসেসারিলি !
ভালো থাকিস।

prolay mukherjee বলেছেন...

রিষির কবিতার প্রকাশ আবার মুগ্ধ করল