শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

সুকৃতি


আপেল

মাঝরাতে ঘুম ভেঙে গেল অনিয়মে
কে যেন বাইরে আছে ঠাঁয়
আমি তাকে দেখছি জলের তলে মুখ
ধোয়ার সময় ভাঙা প্রতিবিম্বের মতন
অনেক অনেক...
আজ তার স্পষ্ট স্মৃতি
কামড়ে কামড়ে খায়
বুকের আপেল...

আমি কোনো গাছ নই, কাশ্মীরও না,
তবু বুকে আহামরি যুদ্ধ লেগে আছে ।  

1 comments:

Banibrata বলেছেন...

এককথায় এক্সেলেন্ট!
তবে, "ঠাঁয়">ঠায় - হবে বোধ হয়।
ধন্যবাদ।