শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

রেজওয়ান তানিম


শব্দবালকের খেলা


সে ছিল এক আশ্চর্য সুনীল সুপ্তি রাত!
ধাবমান শব্দধারার দল জোছনায় মগ্নস্নান ফেলে পালাচ্ছিল সর্বনাশের গহনবিবরে
কী বিশাল ডানাহীন সে পক্ষীরাজ ! প্রবল মায়ার ছলনা তার, ইন্দ্রজিতের মতন

শব্দবালক তখনও আনমনা, ঠিক এখন যেমন

শাদা অফসেট, বিষন্নতার ছাঁচে ডোবা কালি দিয়ে ভালোবাসার আঁচড়
অনুচ্চারিত আনকোরা শব্দমালার আবারও নবজীবনের কান্না !

শব্দবালক টের পায় নতুনের স্বাদ সে আলতো হাসিতে মগ্ন
ঘাসফড়িঙের পাখনা পোড়ানোর সুখ, শব্দকল্প সৃষ্টির বেদনায় যে একেবারেই ম্লান !