শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

সুবীর ঘোষ


দৃষ্টিপাতা

আজ গুটোনো থাক তাস
চলো আজ বাতাস খেলি ।
চলে যাবে...না খুলেই...?
তাহলে আমাকেও তোমার তারে মেলা যাক ।
বাজাও ঢাকের চাবুক...
সাত ও পাঁচ দু’টোতেই ঢ্যাঁড়া ।
অশৌচের ভগ্ন আঁচে
চষে ফেলি আকাশে আকাশ ।
কোথাকার দূর গন্ধে যেন
পাঁড় অন্ধেরও প্রেম পায় !
গন্ধের উৎস কোথায়
যেখানে পোঁতা সকলের নজর ?