শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়


স্বর্গ বা নরকের গল্প

ঘরে থাকতে থাকতে যখন ঘরটা আর ঘর থাকে না
আমি তখন বন্ধুদের বাড়ি ঘুরে আসি ।
সিগারেট-চা ওড়াই । কচি মেয়েদের গল্প পারি
সুমন জয় ধোনি ঘুরে ফিরে আসে
আর সেই পুরনো ছেলেবেলা । ঘুড়ি হাতে হাফপ্যান্ট
মাথার ওপর বনবন ঘুরিয়ে নীলুকাকা জাল ফেলছে।
মুচেদাদুর নিপুণ হাতে মা দুর্গার স্তন!উফ যেন স্বর্গ
অমায়িক রোদ্দুরে তখন ভরে যাচ্ছে সব বন্ধুদের মুখ
ওঃ কেন যে আবার নরকে ফিরে আসা । ঘরে ফিরে দেখি
অন্য এক বন্ধু আমার ঘরে বসে । দেবতার মতো ওর মুখ...

1 comments:

Banibrata বলেছেন...

"অন্য এক বন্ধু আমার ঘরে বসে । দেবতার মতো ওর মুখ..."