শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

সুমিত রঞ্জন দাস


একান্তে

ঘন কুয়াশা রাত
নিঃঝুম রাস্তায় ছমছমে বিষন্নতা
শহর প্রান্তর
সেও একা বড় একা;
গভীর রাতের গোপন শব্দেরা
আজ নেই,
শুধু কুয়াশা সম্মোহিত কুয়াশা
বুকের ভিতর বরফ শীতল;

তুই কেমন আছিস?
তোর কথা হঠাৎ মনে পড়ে গেল
আমাদের সম্পর্কটা বুঝি
এইরকম হিম কুয়াশা মাখানো ?

বহুদিন রোদে ভেজা হয়নি
চারিদিকে এখন হিমার্ত অন্ধকার, ভয়
সব মানুষই এখন কুয়াশা হিম
তামাটে,
কুয়াশার ভিতর থেকে বেরোতে চাইছিস
তুইও
বিশেষ্য থেকে বিশেষণ সহযোগে,
বিশেষভাবে ...
#
তাহলে আমার সমস্ত গোপন আঁধার
তুই কি তাও শুষে নিবি ?

5 comments:

. বলেছেন...

গভীর রাতের গোপন শব্দেরা
আজ নেই,
শুধু কুয়াশা সম্মোহিত কুয়াশা
বুকের ভিতর বরফ শীতল -
---------------------------- সুন্দর লাগলো লেখাটি ।

খেপচুরিয়ানস্ বলেছেন...

ধন্যবাদ প্রিয় ...

milan বলেছেন...

" তাহলে আমার সমস্ত গোপন আঁধার
তুই কি তাও শুষে নিবি ?"
আমার পুরনো সুমিত দাকে আবার ফিরে পাচ্ছি । ভালো লেগেছে দাদা ।

Sumit Ranjan Das বলেছেন...

ধন্যবাদ মিলন ...

Malay Roy Choudhury বলেছেন...

সুমিত,
পড়লুম তোমার কবিতা। পড়ে, মনে যে কথাটা খোঁচা দিয়ে উঠল তা হল কোনো কারণে তোমার মন কি বিষণ্ণ ছিল বা মগজের ভেতর কেউ হঠাৎ কেঁদে উঠেছিল ? " তুই কেমন আছিস " এই প্রশ্নটিও আত্মপ্রশ্ন কি না সে কথাও ভাবলুম। জানিও।
ভালো থেকো
মলয়দা