শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

বিপ্রতীব


তৃষ্ণা



এ শহরে জমে গেছে ঢের পরিচয়,
যদিও অন্ধকার শরীরে মেখে হেঁটেছি প্রচুর।

কী দারুণ মোহের ভেতর ক্রমশ ডুবে গেছি সংশয়হীন,
ক্রমে ক্রমে জড়িয়ে গেছি আপাদমস্তক সুকঠিন ফাঁদে, সম্পর্কের সুনিপুণ কৌশল !

জানালায় একজোড়া বৃষ্টিমগ্ন চোখে কী তুমুল তৃষ্ণা -

 শেষরাতে আচমকা জেগে ওঠা শীতার্ত শিশুর মতন ,
একটি নির্ভরযোগ্য আঁচল কসম খুব প্রয়োজন এখন।