সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মাসুদার রহমান


কালো ইস্টিমার


কেবিন বারান্দায় রোদ খেলা করে মেলে দেয়া নাবিক-বউয়ের শাড়ি

মনে কর, দূর নগরে এক রমনীর ব্যালকনি যাপনের দিন
তার ঠোঁটে অপেক্ষাগুলো আছে বেগনোভোলিয়ে
এর পিছনেই একটি রাত—
‘ঘুম ভেঙ্গে ছোট্ট শিশুটি দেখে
নগ্ন ও বাহুলগ্ন মা এবং মায়ের বন্ধুটি’
এটুকু পড়ার পর পাঠক ভাবছেন—কবিতাটি গিলে খেল সন্দেহ হাঙর

তবে থাক, দূরবীনে চোখ রেখে দেখা যাক দূরাগত জাহাজটিকে

অস্পষ্ট নীল আলোর মধ্যে নীল জলের উপর কাঁপছে
ধাবমান হোমো-চর্চা কেন্দ্র
ভেঁপু দিয়ে একদিন আমাদের বন্দরেই নোঙর করবে

জনপদে ছড়িয়ে পড়বে হোমো সংস্কৃতি