সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

স্বপন রায়

সিনেমা সিনেমা-১৪

কে যেন গাইছে
কে যেন ছবি আঁকছে এখন
এখনই পিনাজ পিনাজ
                           স্কুলের ঘন্টা

এ সব বানানো
এই পৃথিবী,বায়ুমন্ডল,কথাগুলো কে যেন কাকে
বানিয়ে বলার আগে
ছুটি এলো
ঢং ঢং করে এলো রচনাবলীতে না থাকা
                           পিনাজ নাজনীন

হারেনি তাই চাঁদ
এটা লেখার সময় কি যে অস্তকুহক
ট্রেন মুছে দেয়া কি সব কথাবার্তা শীত ব’লে আশ্চর্য হায়ায়
শীত তাই হাল্কা কুয়াশা
গায়ে যাওয়ার আগে জড়িয়ে নিলো ওরা কুয়াশা না চাদর
নাকি একটু থমকে গেল
ছুটিও
এই সব কিছু বানানো ভেবে রচনা ভেবে...

অলংকরণ - মেঘ অদিতি