সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

বাপী গাইন

অতলের প্রতি দুএক পশলা

এভাবেই হয়তো বা শিক্ষা

বুঝেছ মৃত্যু প্রতীক্ষা
রেখে গেল ভালবাসা নাম্নি.

কেন যে আমার মত শত্রুর

জন্যে ও কাঁদতো আর সুর
থেকে যেত প্রকাশের বাইরে

আমাকে বলেনি সে থামতে

যতদূর পেরেছিল টানতে
কবিকে,সেভাবে কেউ পারত?

ও লেখা, বল তো সেই সত্যি

তল পাব তার একরত্তি
আজ যদি পুরাতন ভর হয়

কে নেবে তার বিষরক্ত

আমি তার অন্ধ ও ভক্ত
শীতজ্বরে প্রথাগত কাঁপছি.

যথার্থ,মনে হলো আজ নয়

একদিন তার শেষ পর্যায়
লিখে যাব তারপর ভাবব
যাব কিনা,সেই ক্ষণজন্মে
রীতিমত মরনের মর্মে
রেখে যাব সব সুখ প্রাপ্তির.

1 comments:

ফরিদুল আলম সুমন বলেছেন...

আমাকে বলেনি সে থামতে
যতদূর পেরেছিল টানতে
কবিকে,সেভাবে কেউ পারত?

ভালো লেগেছে কথাটুকুন‍‌