বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - রঙ্গীত মিত্র

সুতপার প্রতীক্ষার
রঙ্গীত মিত্র


বর্ধিষ্ণু রোদ এসে
আমাকে নিয়ে যায়
মাঠের ভিতর ;
এ মাঠের নিচে শুয়ে থাকা পশুদের নিশ্বাস বাজে
তারা নাকি চাঁদের আলোতে রক্তাক্ত হয়
তবে আমার আবার ভয় কি?
ভয় বরং প্রতিবেশিকে ।
এভাবেই তো সভ্যতা বেড়ে ওঠে
এভাবেই সব সংযোগ কেটে গিয়ে
কিছু গোলাপি নাম্বারে সম্পর্ক এসে,ঠেকে
#
কেউ যাকে বোঝে না তার ক্ষেত্রের হিসেব এখন ইন্টারনেট পাহাড়া দেয়।