বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - সিধ শর্মা

স্মৃতি - বিস্মৃতি
সিধ শর্মা


অবনীর বাড়ি ফাঁকা নীরাও নিরুদ্দেশ
বরুণার ঠিকানা পাবার ইচ্ছেতে হাপিত্যেশ।
রোদ্দুর দেখলেই বোকাসোকা অমলকান্তিকে মনে পড়ে
যোগাযোগ হীন লেখাচাপাটি আর উপক্রমণিকার ভীড়ে
সিদ্ধার্থ-র অবাধ খুনসুটি তারাদের সাথে চান্নিপসর রাতে
কর্ণফুলী এক্সপ্রেসে হলুদ পাঞ্জাবি হিমু পরিচিত পাগলামিতে।
সমাজের রহস্য উদঘাটনে এখনো ব্যস্ত মিসির আলী
বহুব্রীহি পাখির কন্ঠে "তুই রাজাকার" স্তম্ভিত গাছগাছালি।
ফ্লার্টি অমিত রায় মনের লোভনীয় পোশাকি স্মৃতি
যে কোনো পেজ থ্রি পার্টিতে দেই আজও অনুকরণীয় উদ্ধৃতি;
ব্যস্তসমস্ত লাবন্য কে পেলাম এআরপোর্টের-এর লাউঞ্জে
ট্রিনকাসে তিন পেগ! দেবদাস - পারো-র কষ্ট মনে গুঞ্জে
বহু স্মৃতি ধুলো মেখে পরে আছে মনের উপত্যকায় -
জানিনা কবে আওড়াবো শব্দ কটি ..."হে! বন্ধু বিদায়!"

8 comments:

Nashida Khan Chowdhury বলেছেন...

Areee wow!!! Shobi to bole dile.... Darun likhechho !!!

TITU বলেছেন...

এদের ভাবনাতেই জুড়ে থাকি। অনুভবের খুঁটিনাটি শেখা যে অনেক বাকি - নাশিদা অনেক ভালো লাগলো প্রথম তোমার মন্তব্যর ভালবাসায়।

Rumki বলেছেন...

খুব ভাল লাগল সিদ্ধার্থ ...সেই অনুভবি সিধের ছোঁয়া ...

TITU বলেছেন...



এরা-ই ভালবাসার প্রকাশ - ভালবাসার বিভিন্ন আঙ্গিক - ভালবাসা তো কেবল দুটি মানুষের কিছু প্রকাশে র্মধ্যে সীমাবদ্ধ নয় - এর প্রকাশের ব্যাপ্তি অনেক বিশাল। রুমকি ভালো লাগলো

Sudeshna Chatterjee বলেছেন...

ভালোলাগার স্মৃতি আজও অমলীন।

Abdullah Al Jamil বলেছেন...

দারুণ লাগলো সিধ!!

TITU বলেছেন...

কবি আব্দুল্লাহ জামিল সুখী নজরানা .....

TITU বলেছেন...

অমলিন অনুভব-ও সুদেষ্ণা ...প্রীতি ভালবাসা ..:)