বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - অয়ন দাশগুপ্তা

শুধুমাত্র আজ ফুরিয়ে যাবে বলে
অয়ন দাশগুপ্তা

যেন কালিঝুলি মাখা, শতচ্ছিন্ন পোশাক পরা একাকী এক দরবেশ - আর হ্যাঁ তাকে অবশ্যই বৃদ্ধ হতে হবে। চোখদুটিতে থাকতে হবে জ্বলন্ত কুচের মত মায়া কুরঙ্গীর অবাধ অঙ্গীকার-!

আজ কে বলে চোখের বয়স বেড়েছে... ! নিষিদ্ধ ফ্যান্টাসির ডাঙসের মতন
যেন এতোটাই গভীর শিহরণে ঈষৎ গোলাপি...
আসলে, রক্ত জালিকায় বয়সের শুভ্র স্বেদ - !

হ্যাঁ – যা ভাবছো, ঠিক তাই -
চোখে চোখে এমনই বিপরীত অবস্থান - আর বিস্ময়... !
দুই প্রান্তের দুটি কোণে লক্ষকোটি ভাঁজ... যেন দুই উল্কার জ্বলন্ত দুটি লেজ...

তবে কি ঈষৎ সাদা হয়ে আসা দুটি গুলঞ্চ ফুলের মত মণি, যেন মরণোন্মুখ আগুন আগুন দুটি গোলক উদ্দীপনা, রতি-ক্লান্ত যুবতীর আয়াস-লব্ধ স্তনের মত স্থির ?

সময়-জীর্ণ এমন স্থিরতা কি তবে নিরন্ন বিভ্রম শ্বাপদের - !
চোখে - ? নাকি, অব্যর্থ বাতাসের ভেসে আসা সময়ের শেষোক্ত বৈরিতা... আর
হঠাৎই একদিন পরিমাপের, পরিচয়ের বাইরে চলে যাওয়া - ?

শুধুমাত্র ফুরিয়ে যাবে বলে, বার্ধক্যের কাছে আজ
এমনই কিছু প্রশ্নহীন মাধুর্য মুলতুবি রেখে, আমি যথারীতি চোখ বুজে অদৃশ্য হয়ে থাকি, অনাগতের কাছে...