বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - পীষুষকান্তি বন্দোপাধ্যায়

পিতা চলেছেন অধিবাসে
পীষুষকান্তি বন্দোপাধ্যায়



যখন শরৎ আসে শৈশবের পুনর্জন্ম হয়
স্মৃতির দর্পনে জাগে দেবীপক্ষে অলৌকিক ভোর
বীরেন্দ্রকৃষ্ণ কন্ঠে হয় মাতৃময় সূর্যের উদয়
জাগিয়ে দিলেন বাবা;জেগে ওঠে রাত্রির প্রহর

নতুন জামার গন্ধ নতুনত্বে ভরে ওঠে ঘর
তেল সেন্ট জামা জুতো-ময় মহাষষ্টির সন্ধ্যায়
বসেছে চাঁদের হাট,বারান্দায় জমেছে আসর
মা করেন নাড়ুক্ষীর সেজদাদা গোল্লা পাকায

চন্ডীতলা আলোময় সহর্ষে হঠাত বাজি ফোটে
বিস্ময়স্ফুরিত চোখে দুষ্টু সব শৈশবের সেনা
চেয়ে দেখে ভগবতী দশপ্রহরণে সেজে ওঠে
দুইপাশে কলাগাছ;উঠোনে অঙ্কিত আলপনা

আর দেখি শেফালির গন্ধ উড়ে সন্ধ্যার বাতাসে
সপ্তর্ষির মত সেজে পিতা চলেছেন অধিবাসে..