বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - শুভজিৎ ব্যানার্জ্জী

বাইচান্স যদি বেঁচে থাকি
শুভজিৎ ব্যানার্জ্জী



বাইচান্স যদি বেঁচে থাকি
বৈবস্বত মনুর মতো
সংগ্রহ করব জীবনের বীজ
তৈরী করব নতুন পৃথিবী
তৈরী হবে নাড়ী
তৈরী হবে নারী
তৈরী হবে নর
তৈরী হবে নপুংসক
আমি তখন স্বর্গ থেকে
নামিয়ে আনব রম্ভা,বপুকে
নাচ দেখব, আদিম নাচ
সাথে থাকবে সোনার পাত্রে red wine
পাশে রাখা ল্যাপটপে চোখ রাখলেই
দেখা যাবে facebook পেজ
তাতে অনলাইন যম আর আমি
যম আমায় বলছে
এবার তোর পালা
তাই তুই জীবন ছেড়ে পালা।