বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - অরিন্দম চন্দ্র

মায়া-ক্যালেণ্ডার
অরিন্দম চন্দ্র


হাইরাইসের সংসার
চারদিক জলে ডুবুডুবু
মহাপ্রলয়ের অনাবিল আবেশে থৈ-থৈ।
রেশন আসে বাজার আসে
মূলোটা-কলাটা
এমন কি পায়খানা-পেচ্ছাপ
রবারের বেলুন নৌকায়
“শিট-কালেক্টর”...”শিট-কালেক্টর”...
মাপা জল মাপা রুটি-ভাত-তরকারি
দুনিয়ার ব্যাক-ওয়াটার
বিলাসী শরীরের হাতছানি
খুঁজে পাওয়া হেজে যাওয়া কুঁচকিতে।
গর্ভস্রাবের ভ্রূণ ভেসে যায় ঘোলা জলে
বুকে তার তিনখানা পাতিকাক।
বিদ্যুতের খুঁটিগুলো
হাল ছেড়ে মরা সৈনিকের মত চেয়ে
হাই-টেনশন ফিডারের দিকে।
আলো মাপা অন্ধকার চাপা
জাগতিক কঙ্কালের বুকে
পতঙ্গের সাম্রাজ্য।
মায়া ক্যালেণ্ডার জুড়ে আরশোলারা খেলা করে...