মিলন চ্যাটার্জী
আমার আর যাওয়া হয়না
যতবার যেতে চাই
আবাহন করো তুমি অকালবোধনে !
মুহুর্মুহু বেত্রাঘাতে আমার শরীরে
এঁকে দাও প্রণয়ের ঈশ্বরীয় ছাপ !
ক্ষতহীন দহনে জ্বলে পুড়ে খাক হয়ে
কেঁদে ফেলো তবু- দিয়ে যাও
ভালোবেসে ক্ষতের প্রলেপ !
ফিরে ফিরে আসি তাই বারেবার
জীবনের সম্ভবনা দেখে যাই অশনি সংকেতে !
2 comments:
যতবার যেতে চাই
আবাহন করো তুমি অকালবোধনে !.... বাহ।
দারুণ লিখেছিস রে।
একটি মন্তব্য পোস্ট করুন