সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - পৃথা রায়চৌধুরী

ছোঁয়াচে রোগ পুষে রাখি
পৃথা রায়চৌধুরী



রুক্ষ খয়েরি জট চিরুনির অপেক্ষায়
আশ্চর্য অন্ধত্ব নির্বাক একবিন্দু
নিঃশ্বাস নিতে ধন্দে পড়ে খাবি খাই
ড্রাগনের অস্তিত্ব বরফ জমিয়েছে এন্তার

এক লহমায়
রুপকথার দত্যি দানো;
কোথায় তুমি, অসুস্থ?

চাদরের মলাট ছেড়ে সুস্থতা
হামাগুড়ি দিয়ে বিকৃতির রাজপথ ধরে
আদুল গায়ে পড়ে থাকে
দুর্গা, কালি, ঝুলি, লক্ষ্মী, অলক্ষ্মী;
এখন নেই, তখন ছিলো
লালসার এক সিন্ধু।

মুখোশও গলার নলি চিরে
ফিনকি দিয়ে বিচার চাইছে
কি হট্টগোল,
ওই পাশ ফিরে থাকি
আমি ঘুমন্ত।

4 comments:

Pritam Bhattacharyya বলেছেন...

মুখোশও গলার নলি চিরে
ফিনকি দিয়ে বিচার চাইছে
কি হট্টগোল,
ওই পাশ ফিরে থাকি
আমি ঘুমন্ত। ...... দারুন লাগলো।

Preetha Roy Chowdhury বলেছেন...

thnq Pritam da

sonamann(piyush Banerjee) বলেছেন...

সুন্দর এবং একসাথে আই-ওপেনারও ..শুভেচ্ছা কবিকে

Preetha Roy Chowdhury বলেছেন...

অনেক ধন্যবাদ আপনাকে।