সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - বাণীব্রত কুণ্ডু

উল্লাস
বাণীব্রত কুণ্ডু


ভেঙেছি পুরোনো নিয়মসকল কোনো এক অর্ধোন্মাদ রাত্রির উল্লাসে।
মৃগয়ার চাঁদ চুঁইয়ে নেমে আসা শিকারি আলোয় যতসব খুনোখুনি
তবু আজও ভালোবাসার দিবারাত্রি জুড়ে প্রহরীর অঘোষিত সায়ে
মাটিতে লুটিয়ে পড়ে ভেজা রক্তবস্ত্র পরিহিতা, কোনো এক অশনাক্ত লাশে!
অনেকেই ছিল সেথা। ছিল ভালোবাসা, ভালোবাসাকথারা সেজেছিল
বিষাক্ত মদে, জাদুকরী শব্দ পান করে মিশেছিল বসন্তরাতের গভীরে
সিঁধ কেটে ঢুকেছিল অন্ধিসন্ধি সব শরীরের মেহগিনি পাতায় পাতায়
দেখেছিল, বুনেছিল বীজ। আদরে আদরে ক্ষত-বিক্ষত ভালোবেসেছিল
মত্স্যগন্ধা যোনিভুখের মিছিল শুষে নেয় রূপ-রস-গন্ধ-স্পর্শ যত!
ষড়রিপু প্রকট হয়ে ওঠে কামনার তীব্র আশ্লেষে, অশেষ সাধনায়
অর্জিত দেবসুধা বসুধা করেনি পান কোনো ত্রিকালজয়ী প্রলোভনের
হাতছানি; শুধু এক রাত্রিচরী মন্ত্রপুরষ খুঁজে চলে শব, শবের যাতনা!