কেউ মরে, কেউ রাজনীতি করে  
  
রণক্ষেত্রে নিথর পুলিশের নিরাপত্তা ।    
স্পেশাল ব্রাঞ্চ অগ্নিগর্ভ পরিস্থিতি বেপরোয়া কর্তব্য।    
চিরাচরিত রাজনীতি হয় মৃতদেহ নিয়ে।
অনীক ত্রিবেদী   
রণক্ষেত্রে নিথর পুলিশের নিরাপত্তা ।
প্রশাসন মিডিয়ার উদ্বেগ দুষ্কৃতির রং নিয়ে । 
মানুষটার পরিবারের খোঁজ নেওয়া অবান্তর; অগত্যা 
কেউ আর দেবে না ওনাদের আগামীর পথ চিনিয়ে । 
স্পেশাল ব্রাঞ্চ অগ্নিগর্ভ পরিস্থিতি বেপরোয়া কর্তব্য।
অচেনা সংবাদ সঙ্কেতের আকারে আসে বোধির টেলিফোনে। 
থমথমে পরিস্থিতি। হাত কাঁপে আর সাথে ভবিতব্য। 
ক এক ফোঁটা গোপন কষ্টের স্মৃতি গড়ায় দু চোখের কোণে । 
চিরাচরিত রাজনীতি হয় মৃতদেহ নিয়ে।
অপরাধ বাড়ে, বাড়তে থাকে মদত পায় দুষ্কৃতি। 
মিডিয়া বাহবা কুরোয়, ব্যবসা হয়, আঁধার আসে ঘনিয়ে । 
শিক্ষা রাজনীতিমুক্ত নয় ক্রমেই শিক্ষামুক্ত হয় রাজনীতি। 







sundor
উত্তরমুছুন