বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

তপন বাগচী

সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে গান
তপন বাগচী


সুনীল আছে বাংলাভাষার বিশাল আকাশ জুড়ে
মনের মানুষ শোনায় যে গান একতারাটার সুরে॥

সুনীল আছে সেই সময়ে, পূর্ব ও পশ্চিমে
জ্বালায় একা প্রথম আলো অনাদি-অন্তিমে
অন্তরে তার বসত সদা-- নয় কো মোটেই দূরে॥

হঠাৎ নীরার জন্য ব্যাকুল হয় যে কবির মন
কেউ কথা রাখেনি যে হায়, জানে বা কয়জন!
সেই কথাটি সবার মনে পড়ছে ঘুরে ঘুরে॥

সুনীল আকাশ যায় না সরে, দাঁড়িয়ে থাকে ঠায়
তার সুবাতাস ছড়িয়ে আছে শহর থেকে গাঁয়।
যায় না ভোলা কোনমতেই তাঁর মতো বন্ধুরে॥


সুর ও কণ্ঠ : ফকির আলমগীর