মুখোশমধুসূদন রায়
তুমি কিছু না বললে কী আমি
কিছুই বুঝতে পারি না ?
ডাস্টবিনে জমা হয় সিগারেটের টুকরো,কন্ডোম -
আমরা সকাল থেকে নিদ্রাহীন রাত্রি
মাইলস্টোনের পথ ধরে ছুটতে থাকা
জানি না কত সংখ্যা গেল পেরিয়ে !
মাঝে মাঝে লজ্জা হয়
যারা নির্বোধের মত ম্যাথস পড়ে
লিখে ফেলে পাহাড়প্রমান কাব্য
তাদের বুকের রক্তে কী উন্মাদের নেশা
না ম্যাথস তাদের বুকে আন্টিবায়োটিক সঁপে দিয়েছে
শহরের রাস্তায় রাস্তায় ফোর জির হোর্ডিং
রয়াল স্ট্যাগ আর ফেসবুকের আউট কাট
শুধু তোমার কথা কেউ লিখল না -
তোমার ছেনালিপনা দিনের পর দিন বেড়ে চলেছে ফোনে - কথায় -
বৈদ্যুতিন চ্যানেলে যারা রবিঠাকুরের গোরাকে নিয়ে রঙ্গতামাশা করে
আর যারা তা দেখে চিপস আর গ্লাস হাতে
তারাই তো রিজওয়ানুরের ঘটনায়
মোমবাতি হাতে রাজপথে এসেছিল
তাদের কী আর একবারও সময় নেই
ফেসবুক আর ব্লগে দুটো কথা লিখতে ?
তুমি কিছু না বললে কী আমি
কিছুই বুঝতে পারি না ?
ডাস্টবিনে জমা হয় সিগারেটের টুকরো,কন্ডোম -
আমরা সকাল থেকে নিদ্রাহীন রাত্রি
মাইলস্টোনের পথ ধরে ছুটতে থাকা
জানি না কত সংখ্যা গেল পেরিয়ে !
মাঝে মাঝে লজ্জা হয়
যারা নির্বোধের মত ম্যাথস পড়ে
লিখে ফেলে পাহাড়প্রমান কাব্য
তাদের বুকের রক্তে কী উন্মাদের নেশা
না ম্যাথস তাদের বুকে আন্টিবায়োটিক সঁপে দিয়েছে
শহরের রাস্তায় রাস্তায় ফোর জির হোর্ডিং
রয়াল স্ট্যাগ আর ফেসবুকের আউট কাট
শুধু তোমার কথা কেউ লিখল না -
তোমার ছেনালিপনা দিনের পর দিন বেড়ে চলেছে ফোনে - কথায় -
বৈদ্যুতিন চ্যানেলে যারা রবিঠাকুরের গোরাকে নিয়ে রঙ্গতামাশা করে
আর যারা তা দেখে চিপস আর গ্লাস হাতে
তারাই তো রিজওয়ানুরের ঘটনায়
মোমবাতি হাতে রাজপথে এসেছিল
তাদের কী আর একবারও সময় নেই
ফেসবুক আর ব্লগে দুটো কথা লিখতে ?
1 comments:
কবিতাটি মুখোশ এর প্রথম পর্ব মাত্র ।
একটি মন্তব্য পোস্ট করুন