গন্তব্য
মেঘ অদিতি
ঘুম এক ছায়া।আশ্চর্য রাতের আড়াল।
গাঢ়তার ঢাল বেয়ে নেমে এলঘুমের চিবুক
গোপন শব্দে রাখা বিষণ্ণ আদরে, অকারণ
জ্বলে ওঠে হাওয়ার শরীর
বৈধতা ভেঙে দিলে
দাবদাহে নিভে যায় মৃতপ্রায় প্রহর
এই তো বাতাস, ছড়াল দীর্ঘশ্বাস, হেফাস্টাস-
কেঁপে গেল বন্ধ দু’চোখ
নৈঃশব্দ্য কেবল।
তোমার গন্তব্য স্থির হতে চায় এইখানে-
নিবিড় নিবাসে
তুমি জানো?
মেঘ অদিতি
ঘুম এক ছায়া।আশ্চর্য রাতের আড়াল।
গাঢ়তার ঢাল বেয়ে নেমে এলঘুমের চিবুক
গোপন শব্দে রাখা বিষণ্ণ আদরে, অকারণ
জ্বলে ওঠে হাওয়ার শরীর
বৈধতা ভেঙে দিলে
দাবদাহে নিভে যায় মৃতপ্রায় প্রহর
এই তো বাতাস, ছড়াল দীর্ঘশ্বাস, হেফাস্টাস-
কেঁপে গেল বন্ধ দু’চোখ
নৈঃশব্দ্য কেবল।
তোমার গন্তব্য স্থির হতে চায় এইখানে-
নিবিড় নিবাসে
তুমি জানো?
1 comments:
তন্ময় করল
একটি মন্তব্য পোস্ট করুন