অনার কিলিং
দেবাশিস কোনার
বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে থাকিস রাত্রিদিন
হারিয়ে ফেলিস মখমলের সঙ্ঘা
দাঁতাল হাতির পায়ে পায়ে খেলিস রাত্রিবাস
খুলিস জঙ্ঘা মধুবাতা রিতায়তে
চলছে ভালই বাঁধাগতে কেমন
ধাং কুর কুর বাদ্যি বাজে আর সাজে
তপ্যসিনী বালিকা বধূ হলে মানায় ?
দরদ উথলে উঠছে ফেনার মত
সফেন সাঁতার কাটার এমন মোহ
যা হিম্মত থাকে তো এলিট সমাজে
ঢ্যামনা ডোম পাড়ায় কেন ?
ধানি লঙ্কায় যদি অত লোভ
ভুলিয়ে দে না পুত্র শোক
খ্যাতির পাহাড়ে চড়ে এ বিড়ম্বনা
যুতসই একটা জবাব চাই যে
মাতঙ্গিনী গোয়াল ঘরে
নামাজ পড়ে সাহাদাত
কে বলেছে মিলমিশ হবে
অনার কিলিং দেখেছেন
আরুশি হত্যা মামলা ঘুম ভাঙাক !
দেবাশিস কোনার
বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে থাকিস রাত্রিদিন
হারিয়ে ফেলিস মখমলের সঙ্ঘা
দাঁতাল হাতির পায়ে পায়ে খেলিস রাত্রিবাস
খুলিস জঙ্ঘা মধুবাতা রিতায়তে
চলছে ভালই বাঁধাগতে কেমন
ধাং কুর কুর বাদ্যি বাজে আর সাজে
তপ্যসিনী বালিকা বধূ হলে মানায় ?
দরদ উথলে উঠছে ফেনার মত
সফেন সাঁতার কাটার এমন মোহ
যা হিম্মত থাকে তো এলিট সমাজে
ঢ্যামনা ডোম পাড়ায় কেন ?
ধানি লঙ্কায় যদি অত লোভ
ভুলিয়ে দে না পুত্র শোক
খ্যাতির পাহাড়ে চড়ে এ বিড়ম্বনা
যুতসই একটা জবাব চাই যে
মাতঙ্গিনী গোয়াল ঘরে
নামাজ পড়ে সাহাদাত
কে বলেছে মিলমিশ হবে
অনার কিলিং দেখেছেন
আরুশি হত্যা মামলা ঘুম ভাঙাক !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন