গোপন ট্রাজিডি
রোমেল রহমান
ভুলের আঙুল ছুঁয়ে ছিলাম বলে,
এখন আমার বুক পোড়ে
চোখ পোড়ে।
তুই তো ভালো জীবন নিয়ে সটকে গেলি,
হটাৎ করে পর পুরুষের বায়না পেলি!
আমার নামে সন্ধ্যাবাতি জীবন রেখে
তাই তো সারা দিন ঘুমিয়ে রাত্রি পোহাই আকাশ দেখে।
চেনা পথে হাটতে গেলে তোর শরীরের গন্ধ মেলে
তোর অধরের দেনা আজো শোধ হলো না।
দিনের বেলা শূন্য ঘরে নিষেধ ভাঙা আর হলো না।
পাত কুয়োতে সাঁতরে এখন দিন চলে যায়
সাগর ছোঁবার ইচ্ছে গ্যাছে,
প্রবাল ভেবে পাথর পেলেই তুষ্ট থাকি
বুক পকেটে জমিয়ে রাখি সকল ফাঁকি।
রোমেল রহমান
ভুলের আঙুল ছুঁয়ে ছিলাম বলে,
এখন আমার বুক পোড়ে
চোখ পোড়ে।
তুই তো ভালো জীবন নিয়ে সটকে গেলি,
হটাৎ করে পর পুরুষের বায়না পেলি!
আমার নামে সন্ধ্যাবাতি জীবন রেখে
তাই তো সারা দিন ঘুমিয়ে রাত্রি পোহাই আকাশ দেখে।
চেনা পথে হাটতে গেলে তোর শরীরের গন্ধ মেলে
তোর অধরের দেনা আজো শোধ হলো না।
দিনের বেলা শূন্য ঘরে নিষেধ ভাঙা আর হলো না।
পাত কুয়োতে সাঁতরে এখন দিন চলে যায়
সাগর ছোঁবার ইচ্ছে গ্যাছে,
প্রবাল ভেবে পাথর পেলেই তুষ্ট থাকি
বুক পকেটে জমিয়ে রাখি সকল ফাঁকি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন