বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – রণদেব দাশগুপ্ত

অন্তর্ঘাত
রণদেব দাশগুপ্ত



চোখে থাকো
চোখান্তরে থাকো |
নগ্নতার জন্য আমি
আদিগন্ত বসন খুঁজেছি
কলিযুগে |
সংঘহীন
লালসার ঘুণ
ছড়িয়ে ছিটিয়ে গেছে
হাত থেকে বুকে
বুক থেকে প্রভূত উরুতে |

এত কিছু আয়োজনে
ধ্বংসকে রচনা করি আজও |
একাও অনেক হয়ে
ভেঙে দিতে পারি ,সব
ব্যক্তিগত ত্বক ও তিমির
অনন্ত জীবাণু ডাকে
রোদমাখা কাম্য কটিতটে-

তোমাদের সব রঙে
আজ কিছু বিভূতি আসুক |
হে ঘাতক
চোখে চোখে থাকো ||