বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – পার্থ বসু

শব্দকে বলি
পার্থ বসু



শব্দকে বলি ভয় পাচ্ছিস নাকি ?
আঁচড়ে মোচড়ে ব্যথা যতটুকু তুই
পাবি সামান্য , প্রসববেদনা বাকি
রয়েছে এখনো , এই বুক ছুঁই ছুঁই

শিহরণময় উদ্বেগে আশ্লেষে
ডেকে আনছিস সেই পরিণতিটিকে ।
এই তন্ময় প্রতীক্ষা একপেশে
নয় , জেনে গেছি বলেই রাখছি লিখে ।

শব্দকে বলি ক্ষয় পাচ্ছিস নাকি ?
প্রসবজনিত আপাত দুর্বলতা
স্বাবাভিক ভাবে কেটে যায় , যদি ফাঁকি
না থাকে যত্নে , বুকভরা ব্যাকুলতা

টন টন করে উঠছে দুধের ভারে ?
স্তন্যপায়ীর এ বিপুল সংসার
ঠোঁট পেতে আছে , কবিতার উৎসারে
তুই আবক্ষ তৃষ্ণা মেটাস তার ।।