দিনগুলি রাতগুলি
রেহান কৌশিক
বেঁচে আছি নাকি মরে গেছি কয়েক শতাব্দী আগে – এলোমেলো হয়ে যায় সব। মৃত্যুর ভিতরেও কি দৃশ্য জন্মায়, ইচ্ছেগুলো গোল্লাছুট খেলে রাতদিন!
সিগারেট আর মদের বোতলকে নিয়ে একজন বসেছে গাছের ছায়ায়। বুকে কি বারুদ তার? জমে থাকা বিষাদের বাষ্পগুলোকে খুলে দিতে চায় প্রকাশ্য হাওয়ায়? কতদিন আমারই কাটা মুণ্ড উড়ে গিয়ে বসে থাকে তার ধড়ের আসনে!
উল্কার দুঃখীচোখ কতবার ডেকেছে আমাকে। তার ঘরভাঙা গল্পের সঙ্গে মিশে গেছে আমারও যাপন প্রবাহ! বন্ধু তো মিলেছে তবু, একান্ত কান্নার...
এই সমস্ত কতদিন চলবে আর? আর কতদিন শুধু কষ্টের অক্ষর দিয়ে গেঁথে যাবো সময়ের বাড়ি? হয় বরখাস্ত করো, নইলে ইস্তফা দেব...
একটা কিছু ঘটবে কোনওদিন...বসে আছি স্বপ্নকাঙাল। ফিরবে কি নবান্ন উৎসব এই সব অন্ধকার ফুঁড়ে? ইচ্ছেমতো খাব আর গান গাইব ঠ্যাং দুলিয়ে?
বেঁচে আছি নাকি মরে গেছি কয়েক শতাব্দী আগে – এলোমেলো হয়ে যায় সব। মৃত্যুর ভিতরেও কি দৃশ্য জন্মায়, ইচ্ছেগুলো গোল্লাছুট খেলে রাতদিন!
সিগারেট আর মদের বোতলকে নিয়ে একজন বসেছে গাছের ছায়ায়। বুকে কি বারুদ তার? জমে থাকা বিষাদের বাষ্পগুলোকে খুলে দিতে চায় প্রকাশ্য হাওয়ায়? কতদিন আমারই কাটা মুণ্ড উড়ে গিয়ে বসে থাকে তার ধড়ের আসনে!
উল্কার দুঃখীচোখ কতবার ডেকেছে আমাকে। তার ঘরভাঙা গল্পের সঙ্গে মিশে গেছে আমারও যাপন প্রবাহ! বন্ধু তো মিলেছে তবু, একান্ত কান্নার...
এই সমস্ত কতদিন চলবে আর? আর কতদিন শুধু কষ্টের অক্ষর দিয়ে গেঁথে যাবো সময়ের বাড়ি? হয় বরখাস্ত করো, নইলে ইস্তফা দেব...
একটা কিছু ঘটবে কোনওদিন...বসে আছি স্বপ্নকাঙাল। ফিরবে কি নবান্ন উৎসব এই সব অন্ধকার ফুঁড়ে? ইচ্ছেমতো খাব আর গান গাইব ঠ্যাং দুলিয়ে?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন