বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

কবিতা – হিমাদ্রী মুখোপাধ্যায়

অর্ঘ্য
হিমাদ্রী মুখোপাধ্যায়



পিতৃ পুরুষ - এই নাও জাহ্নব প্রবাল,
আমার শরীর বৃক্ষ, এই সমস্ত ছায়া ডাল।

আদিম রমনী - স্তব্ধতার বাক্য হয়ে এসো।
দিনেরা যাবেই ফিরে... তবুও আকাঙ্খা হয়ে ভেসো।

শোনো মহাকাল... এই দ্বিধা আগ্রহের,
দুই চোখে সমত্ত সকাল।

তাই তো তোমার জন্যে রেখে যাচ্ছি টুকরো কথামালা-
তোমাতেই মিশে যাচ্ছি, খুলে পড়ছে মুগ্ধ ডালপালা।