সাপেক্ষ
তার কোনো প্রমাণ নেই
সুতরাং মিথ্যেটাই সত্যি হল...জোরালো।
জোড়ায় জোড়ায় একই মাপের ভালবাসা,
পার্কটা পারফিউম হয়ে উঠছে...।
পারফিউম এলেই ‘পারফিউম’ সিনেমাটির প্রসঙ্গ আসে,
গন্ধেই ভগবান,
গন্ধের অতীত নৃশংস সুন্দর।
হে সুন্দর, রাতে দু’ঘন্টার জন্য কারেন্ট থাকে না—
বাড়ির সামনের বটতলা থাকে।
অশ্বত্থ গাছ, তবু লোকে বটতলা বলে !
এই অবচেতন মিথ্যা কাউকে কষ্ট দেয় না
তবে গাছের ব্যাপারে মানুষ দিয়ে তুলনা চলে না
তার কোনো প্রমাণ নেই
সুতরাং মিথ্যেটাই সত্যি হল...জোরালো।
জোড়ায় জোড়ায় একই মাপের ভালবাসা,
পার্কটা পারফিউম হয়ে উঠছে...।
পারফিউম এলেই ‘পারফিউম’ সিনেমাটির প্রসঙ্গ আসে,
গন্ধেই ভগবান,
গন্ধের অতীত নৃশংস সুন্দর।
হে সুন্দর, রাতে দু’ঘন্টার জন্য কারেন্ট থাকে না—
বাড়ির সামনের বটতলা থাকে।
অশ্বত্থ গাছ, তবু লোকে বটতলা বলে !
এই অবচেতন মিথ্যা কাউকে কষ্ট দেয় না
তবে গাছের ব্যাপারে মানুষ দিয়ে তুলনা চলে না
5 comments:
যতবার পড়ি ততবার মিষ্টি লাগে।
"গন্ধেই ভগবান,
গন্ধের অতীত নৃশংস সুন্দর।"
ফাটাফাটি রিপন দা ।
aha darun vaijan
'তবে গাছের ব্যাপারে মানুষ দিয়ে তুলনা চলে না'
‘পারফিউম’ সিনেমাটি dekhechho milan??
একটি মন্তব্য পোস্ট করুন