প্রহরণ
রোদবিকেল এক দুই তিনের শ্যাওলা সিঁড়ি ভেঙে
অবেলার স্নানে শতেক যতিচিহ্ন ভাসায়
মেঘাকাশ বিকেলদীঘির প্রলোভনে;
সন্ধ্যাচর বারণ মানে না
মাদক ছড়িয়ে বশ করে আকাশভরা নষ্টতারা
নখ ভরা সযত্নলালন
আঁচড় কেটে বানায়
কৃষ্ণাঙ্গী পলাশবতীর কলসিকাঁখ।
জলচরদের হৈচৈ কয়মাত্রা বাড়ে কমে
বিচরণ স্থলে,
মেপে যায় পদস্খলন।
স্বসংহার অবশ্যম্ভাবী!
রোদবিকেল এক দুই তিনের শ্যাওলা সিঁড়ি ভেঙে
অবেলার স্নানে শতেক যতিচিহ্ন ভাসায়
মেঘাকাশ বিকেলদীঘির প্রলোভনে;
সন্ধ্যাচর বারণ মানে না
মাদক ছড়িয়ে বশ করে আকাশভরা নষ্টতারা
নখ ভরা সযত্নলালন
আঁচড় কেটে বানায়
কৃষ্ণাঙ্গী পলাশবতীর কলসিকাঁখ।
জলচরদের হৈচৈ কয়মাত্রা বাড়ে কমে
বিচরণ স্থলে,
মেপে যায় পদস্খলন।
স্বসংহার অবশ্যম্ভাবী!
অলংকরণ – মেঘ অদিতি
5 comments:
এখনকার কবিদের ভেতর তোর নাম ওপরের দিকেই থাকবে আর কিছুদিন পর থেকে ।
ভালো লিখেছিস ।
khub valoo
পৃথা !
তুই মাইরি, অনেককে ভাতে মেরে দিবি ! দিব্বো !
সুন্দর সুন্দর
anoto thaklam sokoler kachhe.
একটি মন্তব্য পোস্ট করুন