সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

অনন্যা সিংহ

গুজবে কান দেবেন না ।

 

সকালের শব্দ ভেদ করার তালে ছিলাম
কী মন্ত্রবলে সূর্য শুধু সকালেই ওঠে ,
আর চান্দুমামা গা ঢাকা দেয়
নক্ষত্র – সঙ্গিনীদের সাথে ।

বিশ্বাসঘাতকতা করল মোরগ বাবাজীবন

এত জোরে ঝুঁটি দুলিয়ে এলার্ম বাজালেন
সূর্য রহস্যে অন্যমনস্ক হয়ে তাকালাম সেই দিকে ।

আর টুক করে সূর্য ব্যাটা উঠে পড়ল ।


বাধ্য হয়ে গুজব ছড়ালাম

সূর্য দিনের কেরানী চান্দু রাতের ।
দুটোই ব্যাটা দায়বদ্ধ রবীন্দ্রনাথের কাছে । 




অলংকরণ –মেঘ অদিতি