বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

মৃণালকান্তি দাশের ছড়া

রঙিন পালক
মৃণালকান্তি দাশ


বুম বুম চাকা চাকা
আমি নই বাবা কাকা
নেহাত বালক -
রোজ যাই ইস্কুল
কিন্তু হয় না ভুল,
সঙ্গে নালক ।
নেই কোনো হাওয়াগাড়ি,
মেঘে-মেঘে দেবো পাড়ি,
আমিই চালক-
আমার সাহস আছে,
পেয়েছি হাতের কাছে
রঙিন পালক ।