বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

পীযুষকান্তি বন্দ্যোপাধ্যায়

ভু
যত কালো ভুত আর আলো ভুত
কিছু ভালো ভুত কিছু দুষ্ট
কেও রোগা ভুত জ্বরে ভোগা ভুত
কটা মোটা ভুত কেউ পুষ্ট।
...

যারা বোঁচা ভুত বড় ওঁচা ভুত
আঁতে খোঁচা ভুত যায় আপিসে
সব হাবা ভুত কাকা বাবা ভুত
খোলা থাবা ভুত রাগে কাঁপিসে।

কিছু স্কুল ভুত পুরু স্থূল ভুত
কানে দুল ভুত শুধু ধমকায়
কিছু মিস ভুত কাট-পিস ভুত
মুখ বিষ ভুত পিলে চমকায়।

কিছু আমি ভুত গালে হামি ভুত
তারা মামি ভুত বড় আদরের
চেপে ধরি ভুত রাতে স্টোরি ভুত
হাতেখড়ি ভুত সব বাঁদরের।

এই যত ভুত কত অদ্ভুত
থতমত ভুত জাগে সাড়াতেই
লেনাদেনা ভুত কিছু কেনা ভুত
সব চেনা ভুত থাকে পাড়াতেই।