বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

অনুপম দাশশর্মা

জাতের স্বভাব তাই পালাই ...


হেতাল বনে কি কুক্ষনে গড়াচ্ছিল ন্যাকড়া বল
ল্যাজ নাড়িয়ে কালু কুত্তা কুঁচকিয়ে নাক বলল চল
রাতবিরেতে দেখলে ছায়া ভাসাই যখন ঘেউ-এর ঢেউ
বাঁচাল প্রাণ সব শয়তান একবারও তা জানায় কেউ?
ওই ব্যাটারাই বিরাট ঘরে আউট হলে চেঁচিয়ে মরে
লক্ষ ডেসিবেলের ঝড়ে ঘেউ ঘেউ তান আছড়ে পড়ে।
ঠিক করেছি সবুজ বনে শেয়ালভায়ার সঙ্গে রণে
দশ ওভারের লোপ্পা ম্যাচে ফাটিয়ে দেব ক্রিকেট জ্বর।

আঁচড়িয়ে মাটি ছিল গুটিশুটি হুমদো সাদা বিড়াল
তড়িঘড়ি গুঁড়ো মাটি চাপা দিয়ে বিষ্ঠা করে আড়াল
দুটো মিনি নিয়ে বিনি পয়সায় আম্পায়ার হতে রাজি
হুলো বলে, জেনো শেয়ালের দল অসি'দের থেকে পাজি।

দিন হরতাল জন-জঙ্গল বন্ধ দোকানপাট
ঝেঁটিয়ে পাড়া সব লেজখাড়া ক্রিকেটের উত্তাপ
দশটি ওভার পিটিয়ে খেলে শেয়ালরা বিশ্রামে
বাঁকান লেজে চক্কর মেরে সারমেয় মাঠে নামে,
মিনিটখানেক সব চুপচাপ দেখা নেই শেয়ালের
চারিদিকে ঘেরা লেজ বাহারীরা পিছু হঠে দেয়ালের।

দূর থেকে ছুটে আসছে দেখ ঘোষবাবুদের 'লাকি'
লকলকে জিভে টসটসে রসে উইকেটে দিল ঝাঁকি
গত কদিনের জমানো খাদ্য যা ছিল মাটির গর্তে
হতচ্ছাড়া অতিথি শেয়ালে ঝেড়ে পড়েছে সটকে।