লিরিক
বকুল ফুলের মেলা বসেছে
গলে গলে যাচ্ছে সোনারোদ
স্বপ্নভাঙার আগে আমার ঘুম ভেঙেছে
ভাঙাঘুম স্বপ্নকে তাই দিচ্ছে প্রবোধ
আজকের সকাল সোনারোদ আর স্বপ্ন মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার?
আমার এ গান তোমার মনে
পৌছে যাবে ভোরের ট্রেনে
ভাঙবে কি ঘুম তোমার তখন
স্বপ্ন তুমি দেখছো যখন
আমার মতন উদাস চাহন
বুকের ভিতর তুলবে কি তোলপাড়
আজকের সকাল সোনারোদ আর স্বপ্ন মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার?
রোদের গাঁয়ে আগুন লেগেছে
পড়ছে খসে টুকরো টুকরো লাল
লালের মেলায় সূর্য দিচ্ছে ডুব
ভাবছি যাবো তোমার বাড়ী কাল
আজকের বিকাল লালিমা আর সূর্য মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার
আমার এ গান তোমার মনে
পৌছে যাবে রাতের ট্রেনে
ভাঙবে কি মান তোমার তখন
অভিমানে জমছো যখন
আমার মতন উদাস চাহন
বুকের ভিতর তুল্বে কি তোলপাড়
আজকের বিকাল লালিমা আর সূর্য মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার
বকুল ফুলের মেলা বসেছে
গলে গলে যাচ্ছে সোনারোদ
স্বপ্নভাঙার আগে আমার ঘুম ভেঙেছে
ভাঙাঘুম স্বপ্নকে তাই দিচ্ছে প্রবোধ
আজকের সকাল সোনারোদ আর স্বপ্ন মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার?
আমার এ গান তোমার মনে
পৌছে যাবে ভোরের ট্রেনে
ভাঙবে কি ঘুম তোমার তখন
স্বপ্ন তুমি দেখছো যখন
আমার মতন উদাস চাহন
বুকের ভিতর তুলবে কি তোলপাড়
আজকের সকাল সোনারোদ আর স্বপ্ন মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার?
রোদের গাঁয়ে আগুন লেগেছে
পড়ছে খসে টুকরো টুকরো লাল
লালের মেলায় সূর্য দিচ্ছে ডুব
ভাবছি যাবো তোমার বাড়ী কাল
আজকের বিকাল লালিমা আর সূর্য মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার
আমার এ গান তোমার মনে
পৌছে যাবে রাতের ট্রেনে
ভাঙবে কি মান তোমার তখন
অভিমানে জমছো যখন
আমার মতন উদাস চাহন
বুকের ভিতর তুল্বে কি তোলপাড়
আজকের বিকাল লালিমা আর সূর্য মিলে হচ্ছে একাকার
ভাবছি আমি তোমার কাছে পৌছোবে কি এ গান আমার
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন